ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ছয় জন হয়েছেন। এর আগে প্রথম দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিন বন্ধু হলেন– কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)। এ ছাড়া ঘটনাস্থলে ট্রাকচালক মিজানুর রহমান ও তাঁর সহকারী আবুল খায়ের এবং হাসপাতালে মারা গেছেন আশিক নামে আরেক ব্যক্তি।
যদিও রেলওয়ে পুলিশ বলছে, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত তিন বন্ধুর এক বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সেহরি খাওয়ার পর তারা সকালে হাসানপুর স্টেশনে একত্রিত হন। সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে ১১ বন্ধু চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ফেনী স্টেশন ছাড়ার পর দীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসেন। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন বন্ধুসহ কয়েকজন নিহত হন। ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়ালে বাকিরা নেমে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে যান।
চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তার জানা নেই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।