ফেনীতে ট্রেনে কাটা পড়ে রবিউল্যাহ (৩৮) নামের একজন দিনমজুর নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
রবিউল্যাহ কুমিল্লার বরুড়া উপজেলার সিতদ্ধা গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি ফেনী রেলস্টেশনের পাশে সহদেবপুর এলাকায় একটি বস্তিতে ভাড়া থাকতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে রবিউল্যাহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তবে কোন ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ওই স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা প্রস্তুতি চলছে।
এমি/দীপ্ত