ফেনীতে ট্রেনের ধাক্কায় ফরিদা ইয়াসমিন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার চন্দনা এলাকায়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা–চট্রগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে খাজুরিয়া নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্না এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যায় তিনি। খবর পেয়ে ফেনী স্টেশন ক্যাম্প রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
ফেনী রেল পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা– চট্টগ্রাম রেলপথের ফেনী রেল স্টেশনের ঢাকামূখী অদূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্না এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় ওই নারী হেঁটে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে মারা যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ফেনী রেল স্টেশন মাষ্টার ও ফেনী রেল স্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলওয়ের জিআরপি পুলিশ ওই স্থানে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ফেনী রেল স্টেশনে দায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী জানান, ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছে। সুবর্না এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি জানান, ওই নারীর পরনে শাড়ি ছিল।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ