‘জেএফএ অ–১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ (ট্যালেন্টহান্ট)-২০২৩’ এর খেলা শনিবার (২৭ মে) বিকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় নোয়াখালী জেলা দলকে ৩–০ গোলে পরাজিত করে রাঙ্গামাটি জেলা দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ঘোষণা করেন ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ–উল হাসান।
বিশেষ অতিথি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা, ফেনী পৌরসভার মেয়র ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ও ফুটবল এসোসিয়েশনের সহ–সভাপতি কে.বি.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ফেনী জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্য ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সকল নির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ফেরদৌস রাহুল ও ফুটবল কোচ দীপক চন্দ্র নাথসহ ক্রীড়ামোদি দর্শকগণ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উদ্বোধনী দিনে দু‘টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় নোয়াখালী জেলা দলকে ৩–০ গোলে পরাজিত করে রাঙ্গামাটি জেলা দল। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে রাঙ্গামাটি জেলা দলের মাশিউং মারমা দলের পক্ষে ১ম গোল করে দলকে এগিয়ে নেয়। ১১ মিনিটে রাঙ্গামাটির মাচাই সিং মারমা গোল করে গোলের ব্যবধান ২–০ তে নিয়ে যায়। খেলার ৪২ মিনিটে কৃপালী ত্রিপুরা গোল করার ফলে রাঙ্গামাটি জেলা দল ৩–০ গোলে এগিয়ে যায়। খেলায় আর কোন গোল না হওয়াতে রাঙ্গামাটি জেলা দল ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
দিনের অপর খেলায় বি বাড়িয়া না আসায় বান্দরবান ওয়াকোভার লাভ করে।
আল/দীপ্ত সংবাদ