ফেনীসহ আশেপাশে জেলা উপজেলার মানুষের ঈদ বাজারের অন্যতম পছন্দের জায়গা ফেনীর বড় বাজার। বড় ছোট মিলিয়ে এ বাজারে ১০ হাজার দোকান রয়েছে। যার মধ্যে ঈদের শপিং এর জন্য পোশাক, জুতা, কসমেটিকস এর সাড়ে ৩ হাজার দোকান রয়েছে। প্রতিটি দোকানেই ঈদ উপলক্ষ্যে নতুন নতুন কালেকশন লক্ষ্য করা গেছে। ঈদের কেনাকাটা ছাড়াও ঈদের সময়কালীন বাজারের জন্য রমজান এলেই প্রতিনিয়ত লোকে লোকারণ্য হয়ে উঠে এ বড় বাজার।
সোমবার (৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় বাজারের সওদাগর পট্টি, দর্জি পট্টিসহ সকল পট্টিতে লোকের সমাগম। কেউ কিনছেন পোশাক, জুতা কেউবা নিত্য প্রয়োজনীয় বাজার। মানুষের উপস্থিতিতে যেন তিল ধারণের ঠাঁই নেই এ বাজারে।
ব্যবসায়ীরা জানান, বড় বাজার সকল শ্রেণির মানুষের প্রথম পছন্দ। এটি জেলার সবচাইতে বড় বাজার। এখানে হাতের নাগালে সবকিছু পাওয়া যায়। যার ফলে মানুষের উপস্থিতিও বেশি।
আরিফ নামে একজন ব্যবসায়ী বলেন, গত দুদিন ধরে মানুষের উপস্থিতি বেড়েছে। বেচা-বিক্রিও হচ্ছে। এবার ঈদে ভালো বেচাকেনা হবে।
বড় বাজারের একজন ক্রেতা ফাতেমা আক্তার বলেন, বড় বাজারে সবকিছু একসাথে পাওয়া যায় ঈদের শপিং থেকে শুরু করে রোজার বাজার, সেমাই চিনি, মাংস, মাছ সব একসাথে কিনে বাসায় নিয়ে যাচ্ছি। এতে ভোগান্তি অনেক কম।
বাবলু নামে আরেকজন ব্যবসায়ী বলেন, বড় বাজার সবসময় চাঙ্গা থাকে। এখানে হাতের নাগালে নিত্য প্রয়োজনীয় জিনিসসহ পোশাক সামগ্রী পাওয়া যায়। যার ফলে ক্রেতা একবার ঢুকলেই প্রয়োজনমত সবকিছু কিনে বাড়ি যেতে পারে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বড় বাজারের ব্যস্ততা চোখে পড়ার মতো বলে জানান তিনি।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঈদে নিত্য প্রয়োজনীয় জিনিসর উর্ধগতি ঠেকাতে প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে একযোগে ব্যবসায়ী সমিতি কাজ করছে।
এমি/দীপ্ত