ক্ষতিকারক ত্বক ফর্সাকারী কসমেটিকস ও নিষিদ্ধ পন্য মজুদ এবং বিক্রির অপরাধে ফেনীর দুটি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১২ জুন) দুপুরে ফেনী শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী এ অভিযানে নেতৃত্ব দেন।
এসময় ভ্রাম্যমান আদালত খাজা আহম্মদ সড়কের নাছির স্টোর ও ঝুমুর শপিং স্পটকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন–২০১৮ অনুযায়ী অনুমোদনহীন ও ক্ষতিকারক কসমেটিকস পন্য মজুদ ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিভিন্ন কসমেটিক দোকান পরিদর্শন করে দোকানীদের মাঝে ক্ষতিকারক কসমেটিকস পন্য মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করেন। এই সংক্রান্ত প্রচারপত্র (লিফটলেট) বিতরন করেন।
এসময় বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজী) আরিফ উদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী উপস্থিত ছিলেন। ফেনী মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজী) আরিফ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল–মামুন/ইমাম/দীপ্ত নিউজ