ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য, সিএম লাইসেন্স বিহীন উৎপাদন–বাজারজাতের অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন এর নেতৃত্ব অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, ফুলগাজী মহিলা কলেজ রোডে মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টস বিএসটিআই হতে সিএম লাইসেন্স বিহীন পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রি বিতরণ করায় বিএসটিআই আইন–২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ফুলগাজীর মেসার্স শাহীন বেকারী অস্বাস্থকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করায়, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ, এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এসএ/দীপ্ত নিউজ