কলকাতার হোটেলেই দেখা হয়ে গেল লিয়োনেল মেসি এবং শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। ছিলেন মেসির দীর্ঘ দিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে দেখা হল দুই তারকার।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটে নাগাদ সুয়ারেজ় এবং ডি’পলকে নিয়ে শহরে এসেছেন মেসি। ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছেন শাহরুখও। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁদের আলাপ করিয়ে দেন মূল আয়োজক শতদ্রু দত্ত। তাঁকে দেখে হাত বাড়িয়ে দেন মেসি। কাছে টেনে নেন আব্রামকে। কুশল বিনিময়ের পর ছবি তোলা হয়। দুই তারকার মাঝে ছিলেন সুয়ারেজ়। ছিলেন ডি পলও। ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও।