ফুটবলে গোল, পাস আর ট্যাকেল এর খবর প্রায়ই শুনতে পাওয়া যায়। কিন্তু কখনো কি শুনেছেন মাঠে পাখি ডিম পাড়ায় বন্ধ করে দেয়া হয়েছে খেলা? তাও আবার এক মাসের জন্য! এবার আস্ট্রেলিয়ার জেরাবোম্বেরা শহরে এমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার এক সংরক্ষিত প্রজাতির পাখি ফুটবল মাঠে ডিম পাড়ায় এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে মাঠ।
গত সপ্তাহের শেষের দিকে জেরাবোম্বেরার এক স্থানীয় ক্লাব ফুটবলের ম্যাচ হওয়ার কথা ছিল। যথা সময় মাঠে আসেন খেলোয়াড়রা। কিন্তু খেলা শুরু হওয়ার আগে তারা মাঠে এক অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। তারা দেখতে পান মাঠের সেন্টার সার্কেলে পরে আছে একটি ডিম। ডিমটি ছিল আস্ট্রেলিয়ার সংরক্ষিত প্রজাতির পাখি প্লোভারের।
জেরাবোম্বের স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে মাঠটি বন্ধ ঘোষণা করে এবং ম্যাচটি অন্য মাঠে সরিয়ে নেয়। সাথে এক মাসের জন্য ওই মাঠে খেলা বন্ধের নির্দেশ দেয়।
প্লোভার প্রজাতির পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় ২৮ দিন সময় লাগে। তাই অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী সংস্থা ‘ওয়াইল্ড কেয়ার‘ এর সাথে পরামর্শ করে, একমাস মাঠটি বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
প্লোভার প্রজাতির পাখি নিজেদের ডিম ও ছানাকে রক্ষা করতে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে খেলা বন্ধ রাখার ক্ষেত্রে।