শেরপুরের নালিতাবাড়ীতে সমশ্চ’ড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় গারো সম্প্রদায়ের দুর্জয় সাংমা (২০)।
শনিবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
জানা গেছে, ঢাকার একটি সেলুনে সে নর সুন্দরের কাজ করতো। শুক্রবার ভোর ৪টায় দুর্জয় ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। শনিবার সকালে সে বাড়ি থেকে বের হয়। সমশ্চ’ড়া উচ্চ বিদ্যালয় মাঠে সে পাড়ার ছেলেদের সাথে ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে। কিছুক্ষণ খেলার পর সে মাঠ ত্যাগ করে। হঠাৎ অসুস্থবোধ করলে খেলা শেষে তাকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালের বারান্দা থেকে শনিবার সন্ধ্যায় দুর্জয়ের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খেলায় গিয়ে দুর্জয়ের মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে থানায় কোনো অভিযোগ করেনি দুর্জয়ের পরিবার।
নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মৃত মর্নিংটন মারাক এর পুত্র দুর্জয় সাংমা ।
এদিকে খেলার সভাপতি জিয়াউল হোসেন ও সহ সভাপতি শফিকুল ইসলামের নামে আগের দিন মাইকিং করে খেলা অনুষ্ঠিত হয় তারা কিছু জানেনা বলে জানান।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া বলেন–শোকের মাসে এমন খেলা নিষেধ করা সত্বেও একদিনে আটটি টিমের খেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া দুর্জয় খেলায় বলের আঘাতে অসুস্থ হয়ে মারা যায় বলে তিনি জানান।
ইউপি সদস্য শামছুদ্দিন বলেন তার মুখ দিয়ে গোল্ডা বের হতে থাকে। দ্রুত হাসপাতালে নিতে বলি।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক বলেন–এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি।
শায়লা/ দীপ্ত নিউজ