সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত তারপরও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন টনি ক্রুস। মঙ্গলবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন ক্রুস নিজেই।
জুনে নিজে দেশ জার্মানিতে অনু্ষ্ঠিত হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে ফুটবলকে বিদায় বলবেন তিনি। ক্রুসের সঙ্গে তার ক্লাব রিয়াল মাদ্রিদও জার্মান এ মিডফিল্ডারের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ৩৪ বছর বয়সেও দুর্দান্ত প্রতাপে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মিডফিল্ডের নেতৃত্ব দিয়েছেন। যে ফর্মে ছিলেন খুব সহজেই আরও কয়েক বছর ফুটবলে রাজত্ব করতে পারতেন।
ইউরো ২০২৪ এর মাধ্যমে ফুটবলকে বিদায় বলতে যাওয়া এই ফুটবলার নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জামার্নির সবচেয়ে বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখে। ব্যাভারিয়ার ক্লাবিটিতে ছয় মৌসুম কাটানোর পর তিনি আসেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলা ১০ মৌসুমে তিনি পৃথিবীর অন্যতম বিখ্যাত ক্লাবটির কিংবদন্তি তকমা পান।
আল/ দীপ্ত সংবাদ