তিন দিন আগে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ বলেছিলেন, ‘এখনো অবসর নেওয়ার সময় হয়নি।’ এমন ঘটনা পর হঠাৎ করে ফুটবলকে বিদায় বলে দিলেন ৪১ বছর বয়সী এই আলোচিত ফুটবলার।
এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ মাসে। যে কারণে রবিবার (৪জুন) রাতে সিরি আতে মিলান–ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচশেষে শুধু মিলান–পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দিয়েছেন।
অবসর সম্পর্কে ইব্রা বলেন, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব এই ভয়ে থাকতাম এতো দিন। এখন বলব, আমি প্রস্তুত।’
১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইব্রাহিমোভিচ।
আল/দীপ্ত সংবাদ