ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়লি হামলা বন্ধের দাবিতে প্রতিবাদি বিক্ষোভ করেছে পঞ্চগড়ের তৌহিদি জনতা।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর একের পর এক মিছিলে উত্তাল হয়ে উঠেছে পুরো পঞ্চগড় শহর।
এ সময় বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি হামলা বন্ধে বক্তারা আরবলীগ, জাতিসংঘ ও ওয়াইসির দৃষ্টি কামনা করেন।
এ বিক্ষোভ মিছিলে ৫০ টি মসজিদের ইমামসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় শহরের গোল চত্ত্বর এলাকা থেকে জজ কোট হয়ে আবার গোল চত্ত্বর এলাকায় এসে সমাবেশ করে, ফিলিস্তিনিদের জন্য দোয়া করেই শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর ফিলিস্তিন‘, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও‘সহ স্লোগান দিতে থাকেন।
গোফরান/আল