ফিলিস্তিনের জেরিকো শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে আত্মাহুতি দেয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের নামে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে অ্যারন বুশনেলের হৃদয়বিদারক মৃত্যুর দুই সপ্তাহ পর এ নামকরণ করা হয়।
গেল ১০ মার্চ অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের মেয়র আবদুল কারিম সিদর নাম ফলক উন্মোচন করেন।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার প্রতি ভালোবাসা, আর গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় অ্যারন প্রতিটি ফিলিস্তিনির অনেক আপন। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন বুশনেল। পরে তার মৃত্যু হয়।
আল / দীপ্ত সংবাদ