ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৩ অক্টোবর) জুম্মার পর মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ইসলামাী আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর শাখা, রাজশাহী ইমাম ও উলামা মাশায়েখ পরিষদসহ বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, সাধারণ সম্পাদক ইসহাক ইসলাম, রাজশাহী উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা মোস্তফা আল মারুফসহ অন্যন্যা ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরাইলের দ্বারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরাইল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়া হোক। সারা বিশ্বের সকল মুসলিম দেশের উচিত এসময় ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন স্বাধীনতা নিয়েই ফিরবে ইনশাআল্লাহ।
ইউ. আদনান/পূর্ণিমা/দীপ্ত নিউজ