ইসরায়েল–হামাস যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে চাকরি হারালেন জনপ্রিয় হলিউড মডেল ও প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। এ নিয়ে সোশাল মিডিয়ায় চলছে টুইট পাল্টা টুইট ।
অল্প কিছুদিন কাজ করলেও পর্ণ দুনিয়ায় আলোচিত নাম মিয়া খলিফা। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানানোয় বিপাকে পড়েছেন তিনি। তবে তিনি তার অবস্থানে অনড়।
এরই মধ্যে দুটি ব্যাবসায়িক চুক্তি হাতছাড়া হয়েছে প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফার। রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়ার পডকাস্ট চুক্তি হওয়ার কথা ছিল।
গত শনিবার (৭ অক্টোবর) থেকে উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে। সংঘাতে প্রাণ হারিয়েছেন দুই দেশের বহু মানুষ। এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের পক্ষে এই পর্নতারকা মিয়া খালিফা। এই অজুহাতে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে ব্যবসায়িক চুক্তিটি বাতিল করেছেন কমেডিয়ান টড শাপিরো।
মিয়া টুইট করেছেন, ‘ফিলিস্তিনের অবস্থা দেখে যদি তাদের সমর্থন না করে তার অর্থ হল ইসরায়েলের বর্ণবাদকে সমর্থন করা। তবে মিয়া তার আরেক টুইটে জানিয়েছেন তিনি তার বক্তব্য দিয়ে কোন সংঘাত উস্কে দিতে চান না। বরং তিনি ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শুধু নিজের অবস্থান স্পষ্ট করতে চান।
এর আগেও ২০২১ সালে ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান সাবেক পর্ন তারকা মিয়া খলিফা।
আল / দীপ্ত সংবাদ