ফিলিপাইনে পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় বিনিময়ের বাহক বা মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে পেঁয়াজ। সেদেশের রাজধানী ম্যানিলা শহরের একটি সুপার শপ পেঁয়াজ নিয়ে প্রয়োজনমত পন্য বিনিময় করছে ক্রেতাদের।
মূলত পেঁয়াজের দাম অতিরিক্ত হওয়ায় তারা এই উদ্যোগটি নিয়েছে। বর্তমানে ফিলিপিন্সে এক কেজি পেয়াজের দাম ১১শ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১শ টাকার বেশি।
যেসব পণ্যের দাম ৮৮ পেসো বা তার নিচে, সেগুলো একটি পেঁয়াজের বিনিময়ে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ দিয়ে মূল্য পরিশোধের জন্য আলাদা সারি ও কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।
সুপারশপ কর্তৃপক্ষ এ বিষয় বলেছেন, “এসব পেঁয়াজ স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানে দেয়া হবে। যাদের কেনার সামর্থ নেই, তারা সেখান থেকে বিনামূল্যে নিতে পারবেন।”
এছাড়া সুপার শপ ম্যানেজার বলেছেন, “আমরা সমাজের নিরুপায় মানুষদের সহায়তায় এই পন্থা গ্রহণ করেছি। নিত্যপ্রয়োজনীয় খাবারের তালিকা থেকে পেঁয়াজ এখন বিলাসপণ্য হয়ে উঠেছে। দরিদ্ররা যাতে এর স্বাদ পায়, সে জন্যই আমাদের এ উদ্যোগ।“