বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নতুন র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা, যেখানে বাংলাদেশের এই অগ্রগতির বিষয়টি উঠে আসে।
সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাবেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করার ফলে বাংলাদেশ এক মূল্যবান পয়েন্ট অর্জন করে। এর ফলে র্যাঙ্কিংয়েও ইতিবাচক পরিবর্তন আসে। অন্যদিকে, ভারত তাদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে, দুই ধাপ পিছিয়ে ১২৭তম স্থানে নেমে গেছে দলটি।
এদিকে, বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগের মতোই এক নম্বর অবস্থান ধরে রেখেছে, আর স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষ দশের তালিকায়ও কোনো পরিবর্তন হয়নি।
ফিফার দেয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২০২৪ সালেই হয়েছে ৫৮টি ম্যাচ। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে থাইল্যান্ড ও ভিয়েতনাম, যারা এ সময়ে সর্বোচ্চ আটটি ম্যাচে অংশ নিয়েছে।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে মিয়ানমারের, যারা এক লাফে সাত ধাপ এগিয়ে গেছে।