বিজ্ঞাপন
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক পর্যায় দিয়ে শুরু, তবে জাতীয় দলও এখন এনে দিচ্ছে সাফল্য। প্রথমবারের মতো নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে, যেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপে খেলার টিকিটও। র‍্যাংকিংয়েও এসেছে বিশাল উন্নতি। আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পোস্ট করেছে ফিফা।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিশ্বব্যাপী পাবলিক করা পোস্টে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ফিফা। যার ক্যাপশনে লেখা ছিল, ১০০এর কাছাকাছি। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার পর ফিফা/কোকাকোলা নারী র‍্যাংকিংয়ে উপরের দিকে উঠেছে। সামনে রয়েছে ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা।

সদ্য প্রকাশিত ফিফার নারী দলগুলোর র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে সাবিনাকৃষ্ণারা। যা এককভাবে এবারকার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) ফিফা নারী ফুটবলে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশই সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছে। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও বাংলাদেশ সর্বোচ্চ ৮০.৫১ পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এত উন্নতি কখনও হয়নি। তাই ফিফা বিশেষভাবে আজকের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই মাসে সর্বোচ্চ। নতুন রেটিং ১১৭৯.৮৭, আগে ছিল ১০৯৯.৩৬।

এবারের উন্নতিতে বাংলাদেশের মেয়েরা ছুঁই ছুঁই করছে নিজেদের সর্বোচ্চ অবস্থান। নারী ফুটবলে বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১০০, যা এসেছিল ২০১৩ সালের ডিসেম্বরে এবং ২০১৭ সালের ডিসেম্বরে।

সাম্প্রতিক সময়ে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানে দু’টি ম্যাচ খেলে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩০৫০ ধাপ এগিয়ে ছিল। দুই দলকেই বাংলাদেশ রুখে দেয়। বড় দলের বিপক্ষে পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় ছিল এশিয়ান নারী কাপ বাছাইয়েও।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছির স্বাগতিক মিয়ানমারের র‌্যাঙ্কিং ছিল ৫৫। ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে। ওই বাছাইয়ে বাহরাইনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। চারটি বড় দলের বিপক্ষে দু’টি জয় ও দু’টি ড্রয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিং অনেক উন্নতি হবে এমনটাই ছিল ধারণা। আজ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেটারই সর্বোচ্চ প্রতিফলন হয়েছে।

নারী ফুটবলে শীর্ষ ১০ দলের র‌্যাঙ্কিংয়েও ব্যাপক পরিবর্তন হয়েছে এবার। মেয়েদের ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে নম্বর ওয়ান হয়েছে। ফলে এক ধাপ অবনতি হয়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া ৩–১০ নম্বরে রয়েছে যথাক্রমে সুইডেন (৩ ধাপ উন্নতি), ইউরোতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড (১ ধাপ উন্নতি), জার্মানি (২ ধাপ অবনতি), ফ্রান্স (৪ ধাপ উন্নতি), ব্রাজিল (৩ ধাপ অবনতি), জাপান (১ ধাপ অবনতি), কানাডা (১ ধাপ অবনতি) ও দক্ষিণ কোরিয়া (১ ধাপ অবনতি)

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More