বিজ্ঞাপন
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে এক বছরও বাকি নেই। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের মাসকট। আসরের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্রক্লাচ, জায়ু ও ম্যাপল।

ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ম্যাপল দ্য মুজ মূলত, কানাডিয়ান হরিণ। কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। ক্লাচ দ্য ঈগল, যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঠে মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়। জায়ু দ্য জাগুয়ারএসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে। নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে সে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। ফলে টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More