দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘উনিশ২০’ ওয়েব ফিল্ম নিয়ে এই ফাল্গুনে হাজির হচ্ছেন তিনি। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। প্রায় ১৩ বছর পর তারা একসঙ্গে কাজ করেছেন।
সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান প্রমুখ।
এ নিয়ে নির্মাতা আরিয়ান বলেন, ‘আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে উনিশ-বিশ একটা মন ভালো করা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা।’
রোমান্টিক সিনেমাটি নিয়ে শুভ বলেন, ‘চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি।‘
অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। খুব করে অপেক্ষায় আছেন ‘উনিশ ২০’ মুক্তির। তবে তিনি বেশ নার্ভাস বলে জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি এটি চরকিতে মুক্তি পাবে। সিনেমাটির সঙ্গীতায়জন করেছেন সাজিদ সরকার।
উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে শোবিজে পা রাখেন বিন্দু। হুমায়ূন আহমেদের গল্প ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরে অভিনয় করেছেন ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ ও ‘এইতো প্রেম’ চলচ্চিত্রে। ২০১৪ সালে বিয়ের পর কাজে অনিয়মিত হয়ে পড়েন বিন্দু।
আল/দীপ্ত