এফডিসির ভেতরে মসজিদে একটি একলামশিয়া গাছে ঝুলে আছে একটি পাখি। মাঝে মাঝেই কিছু কাক এসে জড়ো হচ্ছে তার আশেপাশে। আশপাশে মানুষজন সেই দৃশ্য দেখে সাহায্য করতে চাইলেও পারছে না তারা। ধারণা করা হচ্ছে পাখিটি চিল বা ঈগল।
রবিবার (৩০ জুন) দুপুর দুইটার দিকে দীপ্ত টেলিভিশনের সাংবাদিক নওশীন ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। তবে পাখিটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী থেকে তাদের একটি গাড়ি আসতে পারে।
পরবর্তীতে দীপ্ত টেলিভিশনের আরো কয়েকজন সহকর্মী বিভিন্ন মাধ্যমে এবং এনিমেল লাভার বিভিন্ন সংগঠনের কাছে সাহায্যের জন্য আবেদন জানায় এবং বিভিন্ন ছবি ও ভিডিও তাদেরকে পাঠায়। কিন্তু সবাই সাহায্য করতে চাইলেও উঁচু কোন গাড়ি না থাকায় পাখিটিকে কেউ উদ্ধার করতে আসতে পারেনি।
বিকাল চারটায় বন বিভাগের পক্ষ থেকে ওয়াইল্ড লাইফ স্কাউট সঞ্জয় ফোন করে জানান, তাদের কাছে মই নেই যার মাধ্যমে তারা পাখিটিকে উপর থেকে নামাতে পারে।
দীপ্ত টেলিভিশনের সাংবাদিক সাদিয়া চৌধুরী ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহানকে ফোন বিষয়টি জানালে পাখিটির জীবন বাঁচাতে তিনি গাড়ি পাঠানোর জন্য তাদের ইউনিটকে জানিয়েছেন বলে আশ্বস্ত করেন।
এসএ/দীপ্ত সংবাদ