গাজীপুর জেলার টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈমের (৩৭) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, রাত ৯টা ২ মিনিটে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নাঈমকে শেষবার দেখতে শত শত মানুষ ভিড় জমায়। পরে রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিস সদস্যরা নাঈমকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় জানাজায় অংশ নেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ স্থানীয় হাজারো মানুষ।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন নাঈম। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার সকাল ১০টায় রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএ