শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রাত সাড়ে ৮টায়।
গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে এলেও সুপার ফোরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর পর এখন তাদের হাতছানি দিচ্ছে এশিয়া কাপের ফাইনাল। তবে দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ ভারত।
মুখোমুখি ম্যাচের রেকর্ডে ভারত অনেক এগিয়ে। টি–টোয়েন্টিতে ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। তবু সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। সেটার মর্যাদা রাখতে চান কোচ।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, হারানোর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আছে আমাদের। যদি সুযোগ আসে, কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।
এশিয়া কাপের ফাইনাল এখন আর কল্পনা নয়, হাতের নাগালে। তবে তার আগে ভারতের বিপক্ষে ম্যাচটা যেন পাহাড়ে চড়ার মতো। সিমন্সের মুখে হাসি নেই, তবে কথায় আছে আত্মবিম্বাস।
ফিল সিমন্স বলেন, সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব।
ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরের বাকি তিন দলের কারোই টানা দুদিন ম্যাচ খেলতে হচ্ছে না। এটি নিয়েও অসন্তোষের কথা জানান কোচ।