চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ।
আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। দলীয় সাত ওভারে পঞ্চাশ রান পার করে কিউই ওপেনাররা।
দশ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৯ রান। ১১তম ওভারে বোলিংয়ে আসেন কুলদীপ যাদব। প্রথম বলেই দারুণ এক গুগলিতে তিনি বোল্ড করেন রাচিনকে। এক ছক্কা ও চারটি চারে ২৯ বলে ৩৭ রানে ফিরে যান রাচিন। ৬৯ রানেই দ্বিতীয় উইকেটটি হারায় কিউইরা।
নিজের দ্বিতীয় ওভারে কেন উইলিয়ামসনকেও ফেরান কুলদীপ। ১৪ বলে ১১ রানে ফিরে যেতে হয় উইলিয়ামসনকে। ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা ।
আল