এশিয়া কাপে ভারত–পাকিস্তান ফাইনালের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পরও তিনি মনে করেন, ম্যাচটি একতরফা ছিল না বরং শেষ পর্যন্ত লড়াই হয়েছে। তাই ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে চান তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সুপার ফোরে শ্রীলঙ্ককার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানায় পাকিস্তানি এই ব্যাটার।
এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। সে ধাক্কা নিয়েই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে হেরে গেলে বড় বিপদের মুখে পড়বে তারা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফারহান বলেন,
“আমরা প্রস্তুত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সবাই আত্মবিশ্বাসী, কারণ এটা (ভারত ম্যাচ) একতরফা ম্যাচ ছিল না। আমরা লড়াইটা শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলাম।’’
ফারহান আশা প্রকাশ করেন এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের লড়াই এখানেই শেষ হয়ে যায়নি। তিনি বলেন, “আমরা অবশ্যই চাই ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে।“