চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান।
রবিবার (৯ মার্চ) দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নাাম নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী উইকেটে ৫৭ রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। দলীয় সাত ওভারে পঞ্চাশ রান পার করে কিউই ওপেনাররা।
দশ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৯ রান। ১১তম ওভারে বোলিংয়ে আসেন কুলদীপ যাদব। প্রথম বলেই দারুণ এক গুগলিতে তিনি বোল্ড করেন রাচিনকে। এক ছক্কা ও চারটি চারে ২৯ বলে ৩৭ রানে ফিরে যান রাচিন। ৬৯ রানেই দ্বিতীয় উইকেটটি হারায় কিউইরা।
নিজের দ্বিতীয় ওভারে কেন উইলিয়ামসনকেও ফেরান কুলদীপ। ১৪ বলে ১১ রানে ফিরে যেতে হয় উইলিয়ামসনকে। ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা ।
দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল। তাছাড়া ফিফটি পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
আল