সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪–৩ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ, তাও মাঝ মাঠ থেকে ভারত অধিনায়ক শামির নেয়া এক ফ্রিকিকে। এরপর সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের টানা আক্রমণের মুখে ব্যস্ত ছিল বাংলাদেশের রক্ষণভাগ। তবে বাংলাদেশ যে কয়বার আক্রমণে উঠেছে, ভুগেছে ফিনিশিংয়ের অভাবে। কিন্তু ম্যাচের ৬১ মিনিটে সুপার সাব জয় আহমেদের গোলে সমতায় ফিরে জমিয়ে তোলে লড়াই। ১–১ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের কাছে ৪–৩ ব্যবধানে হারল বাংলাদেশ। বাংলাদেশকে হারিয়ে সাফের অনূর্ধ্ব–১৯ ক্যাটাগরিতে টানা দ্বিতীয় শিরোপা জিতল ভারত।
আল