কাতার বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে কৌশল আর গতিতে ফ্রান্স এগিয়ে, এমনটাই মনে করেন বাংলাদেশের সাবেক ফুটবলাররা। তবে, তরুণ খেলোয়াড়রা বলছেন- লিওনেল মেসির দক্ষতা অনন্য। তাই আগামীকাল রাত ৯টায় তিনি জ্বলে উঠলে, বদলে যেতে পারে হিসাব-নিকাশ।
বিশ্ব ফুটবলের আরেকটি ফাইনালের অপেক্ষায় পুরো দুনিয়া। ফ্রান্স টুর্নামেন্টে অনেকটাই অপ্রতিরোধ্য থাকলেও, আর্জেন্টিনা শুরুতে সৌদি আরবের কাছে হোঁছট খায়। কিন্তু পরের ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর পর, লিওনেল মেসি বাহিনীও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তারপরও ফরাসিদেরকে কিছুটা এগিয়ে রাখতে চান বাংলাদেশের ফুটবল বোদ্ধারা। কিন্তু কেন?
ফ্রান্সের পার্ফমেন্স প্রতিটি ম্যাচেই ছিল নিখুঁত ও গতিময়। এমবাপ্পে, ডেম্বেলে, গ্রিজমান, জিরুর পাশাপাশি দারুণ ছন্দে আছেন গোলরক্ষক হুগো লরিস। শিরোপা নির্ধারণী ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন তিনিও।
অবশ্য তরুণ ফুটবলারদের ভাবনা একটু ভিন্ন। তাদের মতে ফরাসিদের চেয়ে কৌশলী আলবিসেলেস্তারা।
বিশ্বকাপে ব্রাজিলের আলোচিত জ্যাতিষ সালোমির প্রায় সব কথাই সত্য হয়েছে। তিনি বলছেন, এবার ২৪ ক্যারটের ৬ কেজির সোনলী ট্রফিটা শোভা পাবে ফরাসিদের হাতেই।