জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতারণার আশ্রয় নিয়ে, ফাঁস হওয়া প্রশ্নে চাকরিতে নিয়োগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেশ কয়েকদিনে ধরে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন–ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি এবং প্রতারণার মাধ্যমে এ পরীক্ষায় অংশ নিয়ে কেউ চাকরি পেয়েছে আর তা প্রমাণ হলে চাকরি–বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফরহাদ হোসেন বলেন, ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নাম এলে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আবেদ আলী একটি দলের হয়ে (যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত) স্লোগান দিতে দেখা গেছে। তিনি কোনো এজেন্ডা নিয়ে কথা বলছে কিনা, সেটি একটি বিষয়। তবে তার কথা সত্য না মিথ্যা সেটি সরকারের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে অনুসন্ধান চলছে।
আল / দীপ্ত সংবাদ