বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা বলেছে সরকারদলীয় লোকেরা। ওবায়দুল কাদের সাহেবের কথা কেউই বিশ্বাস করেন না। এবার আর ফাঁদে পা দেবে না বিএনপি, ১৮ সালে সরকারকে বিশ্বাস করে কী হয়েছে জনগণ দেখেছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠ খালি করার আগের খেলায় মেতে উঠেছে সরকার। তবে এবার আর সরকার মাঠ খালি করতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ ও ১৮ সালে মাঠ খালি করে যেভাবে ফলাফল নিজেদের করে নিয়েছিল আওয়ামী লীগ ঠিক একইভাবে এবারও বিরোধীদলকে মাঠ থেকে সরিয়ে দিতে কাজ শুরু করে দিয়েছে তারা। আগেরবার অপেক্ষাকৃত দেরি করে হলেও এবার অনেক আগে থেকে তা শুরু করেছে। মামলা দিয়ে সন্ত্রাসী কায়দায় বিরোধী মতকে মাঠ থেকে সরানোর কাজ শুরু করেছে। এমন কি মিথ্যা মামলায় চূড়ান্তভাবে রায় দেয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করে রায় দেয়ার চক্রান্ত করছে।’
তিনি বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের যারা দায়িত্ব পালন করছেন তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। খালি মাঠে সুযোগ নেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীনরা।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বিএনপির ১,১১,৫৪৩টি মামলায় ৭৮ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর জিয়া পরিবারের বিরুদ্ধে সাজানো মামলায় চার্জগঠন করে সাজা দেয়ার চক্রান্তও চলছে।
বিদেশিদের কাছে বিএনপি নালিশ করে না, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছে বিএনপি, বলেন তিনি।
এফএম/দীপ্ত সংবাদ