কুষ্টিয়ায় বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে এসেছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষক কুদ্দুস আলী শেখ (৬৫)।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে চিলমারী চরে ফসলের ক্ষেতে যাওয়ার সময় কলাবাগানের পাশে থেকে চোখের পলকে ছোবল মারে বিষধর সাপ রাসেল ভাইপার।
ছোবল দেওয়ার পরে কি সাপ সেটা বোঝার জন্য একটি লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে, এরপর বাড়িতে ছেলেদের কাছে মোবাইল করে জানান তাকে সাপে কামড় দিয়েছে। এমন খবর শুনে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত মাঠে গিয়ে তাকে ও আহত সাপটিকে একটি কৌটায় ভরে দ্রুত চলে আসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এরপর দায়িত্বরত চিকিৎসক সাপটি দেখে দ্রুত কৃষককে এন্টিভেনম দেন।
এদিকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে পায়ে কামড়ের স্থানে এখনো ফোলা ও ব্যাথা অনুভব করছেন।
দেবেশ চন্দ্র সরকার/এজে/দীপ্ত সংবাদ