মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে সফরকারী আফগানিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ২য় দিনে ব্যাট করতে নেমে খুব দ্রুতই ইনিংস শেষ হয়ে যায় টাইগারদের। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। টাইগার বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৩৯ ওভারেই শেষ হয় তাদের ইনিংস।
ডানহাতি পেসার ইবাদত নেন ৪ টি উইকেট। ২ টি করে উইকেট নেন শরীফুল, তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। আফগানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাজাই এর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে নাসির জামালের ব্যাট থেকে।
মাত্র ৭ ওভারেই নিজেদের বাকি ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় লিটনের দল। আগের দিনের ৩৬২ রানের সাথে মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস।
নিজেদের ২য় ইনিংসে ২৩৬ রানের বিশাল লিড নিয়ে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগাররা ১ উইকেটে হারিয়ে ৬ ওভারে করেছে ৪৩ রান।
ইমাম/দীপ্ত নিউজ