ফরিদপুরে রেলক্রসিং পারাপারের সময় মাইক্রবাসে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজবাড়ী–ভাঙ্গা রেলপথের গেরদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে এখনো তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি অবৈধ রেলক্রসিং দিয়ে মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান, আর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মী সালমান হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে দুইজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে, যাদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
ফরিদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তাকদির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে রেল বিভাগের অনুমোদিত কোনো রেলক্রসিং নেই। ফলে সেখানে রেল বিভাগের তত্ত্বাবধানও ছিল না।
এদিকে ঘটনার পরপররেই ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কী পদক্ষেপ নেয়া যায়, তা খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ দাফনসহ অন্যান্য ব্যয় প্রশাসন বহন করবে বলেও তিনি জানান তিনি।