ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ চার যাত্রী নিহত হয়েছেন। এঘটনা আহত হয়েছেন দুই শিশুসহ আরও ৫ জন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাস্তার ওপাড়ে তারা জমিতে কাজ করছিলেন। হটাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এরপর দৌড়ে সড়কের ওপারে গিয়ে দেখি একটি বাসের সামনে দিয়ে অটোরিকশা ভেতরে ঢুকে গেছে। এতে দুই শিশু ও কয়েকজন যাত্রীর নিথর দেহ পড়ে আছে। আহত কয়েকজন রাস্তা থেকে ছিটকে রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে কাতরাচ্ছে। এরপর আমরা ক‘জন তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন।