ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকার শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তারা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের নাম–পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারকাজ শেষ হলেও পরিচয় শনাক্তের কাজ চলছে।