ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
পৃথক তিন মামলায় আসামির সংখ্যা ৪৭ হলেও ব্যক্তি হিসেবে এটি ২৩ জন। শেখ হাসিনা, তার ছেলে ও মেয়ে ছাড়াও অপর ২০ জন আসামি হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবসহ উচ্চ পদে থাকা সরকারি কর্মকর্তারা।
আদালতে হাজির ছিলেন একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীতে সরকারি জমি থাকা সত্ত্বেও তা গোপন করে শেখ হাসিনা ও তার ছেলে–মেয়ে সরকারি প্লট নেন। এছাড়া মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে প্লটের অবৈধ প্রাপ্তি নিশ্চিত করা হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও অন্যান্য পরিবার সদস্যরা আসামি করা হয়।