বিজ্ঞাপন
সোমবার, জুলাই ৭, ২০২৫
সোমবার, জুলাই ৭, ২০২৫

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি পিজিআর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি রেজিমেন্ট অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি পিজিআর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ সব প্রয়াত সৈনিককে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এছাড়া সেনাবাহিনী সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগ সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More