ফেনীতে বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ, বিএনপি ও আ.লীগের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও ফেনী প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে কর্মবিরতি করছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মবিরতি শুরু করেন সাংবাদিকরা। দুই ঘন্টাব্যাপী চলে এই কর্মবিরতি।
প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভির ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, জিটিভি ও বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেলসহ বিভিন্ন জেলায় কর্মরত নবীন–প্রবীণ সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি। সাংবাদিকদের জন্য পবিত্র জায়গা। এই ভবনে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা।
তারা আরও বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট গেছে কারা হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেফতার দাবি করছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আফ/দীপ্ত নিউজ