বাছাইয়ে ঝরেপড়া প্রার্থীরা প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করছেন। সকাল সাড়ে দশটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের নিচে অস্থায়ী ডেস্কে আপিল আবেদন নেয়া শুরু হয়।
ঘোষিত তপশিল অনুযায়ী, আজ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল জমা দিতে পারবেন বাদপড়ারা। সারাদেশে ৬৬জন রিটার্নিং কর্মকর্তা যাচাই–বাছাই করে ৭৩১জনের প্রার্থিতা বাতিল করে। সকাল থেকে ঢাকা ও এর বাইরে থেকে যারা আপিল করেছেন, তাদের বেশির ভাগই স্বতন্ত্র হিসাবে বাদ পড়েছেন।
তাদের আশা, আপিল শুনানিতে তারা প্রার্থীতা ফিরে পাবেন। পত্র জমার পর গত ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাই হয়। ২ হাজার সাতশো ১৩টি আবদনের মধ্যে বৈধ হয় এক হাজার নয়শো ৮৫ জন। বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয় সাতশো ৩১ জনের। আগামী ১০ থেকে আপিল শুনানি শুরু হয়ে তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র
আল/ দীপ্ত সংবাদ