দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে, পাঁচ দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৫৬১ জন প্রার্থী। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানি করবে নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায়, আওয়ামী লীগের দুই প্রার্থী আমির হোসেন আমু এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি।
শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবলায় শুরু হয় শেষ দিনের আপিল আবেদন গ্রহণ। শুক্রবারের চেয়ে শনিবার কিছুটা ভিড় ছিল আবেদনকারীদের।
শেষ দিন প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে মোট ১৩০ জন আপিল করেন। সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম জানান, রবিবার থেকে শুরু হবে শুনানি।
এদিকে নির্ধারিত সময়ের আগে শোডাউন ও জনসমাগম করে নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন স্থানে পোস্টার–ব্যানার লাগানোয়, ঢাকা–৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে তলব করা হয়েছে, ঝালকাঠি–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকেও।
আল/ দীপ্ত সংবাদ