গাজীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞীকে মালা গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপর সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবর এর বাড়ীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মালা আক্তার (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মালা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জের টেংরাপাড়া এলাকার শফিক মিয়ার স্ত্রী । গাজীপুর মহানগরের পূর্ব বিলাশপুর গুজুর আলীর ভাড়া বাসায় থেকে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মালা আক্তারের দেয়া তথ্য অনুযায়ী আর এক মাদক সম্রাজ্ঞী পলাতক পিপাসা আক্তার (৩০) এর মধ্য বিলাশপুরের বাসার খাটের নিচ হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক সম্রাজ্ঞী মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই হেরোইন রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবাগুলো ব্রাহ্মনবাড়ীয়া থেকে সংগ্রহ করেছে। গত পরশু উক্ত মাদক ক্রয় বাবদ ১৬ লক্ষ টাকা এবং আজকে বাকী ১৪ লক্ষ টাকা প্রদান করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিএমপির উপ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃত মালা একজন মেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও অন্তত ৭ টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ