তিন বছর প্রেম করার পর বিয়ের ১১ দিনের মাথায় স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স দেওয়ায় দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সৃতি হৃদয়ে ধারন করে আর কোন নারীকে বিয়ে বা প্রেম না করার প্রতিজ্ঞা করেছে জামালপুরের এক যুবক।
গত শুক্রবার (১০ নভেম্বর) বিকালে এমন ঘটনাটি ঘটেছে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলির প্রত্যন্ত গ্রামে। দুধ দিয়ে গোসল করা ইশান মাহমুদ শ্রাবন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিনের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, ছোট বেলা থেকে নানাবাড়ি পরগলি গ্রামে থেকে লেখাপড়া করতো। এসএসসি পাশের পর নিজের বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে ফিরে এসে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হয়ে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। এই সময় পাশের বাড়ির এক মেয়ের সাথে ইশানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় তিন বছর প্রেম করার পর চলতি বছরের ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা। বিয়ের পরে মেয়ের পরিবার ছেলের বাড়িতে এসে তাদের অর্থনৈতিক অস্বচ্ছলতা দেখে বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে গত ৮ নভেম্বর ইশানকে ওই মেয়ে ডিভোর্স দেয়। বাসরের রেশ কাটতে না কাটতেই এই জুটির লম্বা জীবনের যাত্রা শুরুতে সমাপ্তি ঘটে। এতে ইশান মানসিকভাবে ভেঙ্গে পড়লে পরিবারের লোকজন তাকে নানার বাড়ি পরগলি গ্রামে পাঠিয়ে দেয়। প্রেম এবং বিয়েতে ব্যর্থ হয়ে ইশান সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্তে শুক্রবার বিকালে স্কুল মাঠে এক মণ দুধ কিনে গোসল করে সারাজীবন প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ গ্রহন করে।
দুধ দিয়ে গোসলের সময় বলতে থাকে এই ১১ দিনের স্মৃতি নিয়ে আমি সারাজীবন কাটিয়ে দিতে চাই। সে সুখে থাকুক, তার ভালো ঘরে বিয়ে হোক। কিন্তু নিজের ভুল শুধরে নিয়ে আমি আর প্রেম করবো না এবং সারাজীবন বিয়ে না করে কাটিয়ে দিবো। মানুষ প্রাক্তনকে কখনো ক্ষমা করেনা,কিন্তু আমি তাকে আজীবন মাফ করে দিয়েছি। তার প্রতি আমার কোন আক্ষেপ নেই, চাওয়া–পাওয়া নেই, সে ভালো থাকুক, তাকে নিয়ে আমার ভাবার সময় নাই।
বন্ধুরা মিলে এই গোসল সম্পন্ন করেছে। পরিবারর এব্যাপারে কোন কিছুই জানে না। তবে এমন দৃশ্য আগে কখনো দেখেনি স্থানীয় লোকজন।
এই ঘটনা দেখতে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়, উৎসুকরা মোবাইলে ভিডিও করে ছেড়ে দিলে সামাজিক মাধ্যমে তা জড়িয়ে পড়ে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ