ভালোবাসা একসময় যেমন উচ্ছ্বাসে ভরে ওঠে, শেষটা তেমনি হতে পারে নিঃশব্দ, ভাঙা, তিক্ত। সম্পর্ক শেষ হলে মানুষ ভাবে সব শেষ। কিন্তু সত্যি বলতে কী, কিছুই শেষ হয় না। রাগ, কষ্ট, অপূর্ণতা, আফসোস সবই থেকে যায় মনের ভেতর। সময় পেরিয়ে গেলেও সেটা বুকের কোথাও ভার হয়ে চেপে থাকে।
আজ ১৭ অক্টোবর। দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ হিসেবে। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন।
ক্ষমা দুই অক্ষরের শব্দ কিন্তু এর তাৎপর্য অপরিসীম। কারও দ্বারা আঘাত পেলে খুব সহজেই কেউ কাউকে ক্ষমা করতে চান না। আর যদি প্রাক্তনকে ক্ষমা করা প্রসঙ্গ আসে, তাহলে সেটাতো আরও কঠিন। আর এই কঠিন কাজটি মানুষ যাতে সহজে করতে পারেন। সেজন্য আন্তজার্তিকভাবে ২০১৮ সাল থেকে এই দিবসটির যাত্রা শুরু হয়।
দিবসটির মূল উদ্দেশ্য—ক্ষমার মাধ্যমে আত্মসমালোচনা ও মানসিক সুস্থতা অর্জন। তাই প্রাক্তনকে ক্ষমা করার সাহস ও মানসিক প্রশান্তি পেতে সময় লাগতেই পারে। একইসঙ্গে, নিজে ক্ষমা করে অন্যদেরও তাদের প্রাক্তনকে ক্ষমা করতে সাহস জোগানো; কীভাবে ক্ষমা করেছেন, সেটির অভিজ্ঞতা বা পরামর্শ শেয়ার করা।
এই দিবসটি উদযাপন করতে চাইলে, প্রথমে দেখতে পারেন প্রাক্তনের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে কিনা। যদি না থাকে তাহলে নিজেকে আরও সময় দিন মানসিকভাবে প্রস্তুতি নিতে।