লক্ষাধিক মুসল্লির ঈদুল ফিতরের জামাতের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ বড় ময়দান।
সাড়ে ২২ একর জমির এই ঈদগাহে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি মাদরাসা আননুজুম’র প্রধান।
ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে মিনারের সংস্কার, রং করা, ধোয়া–মুছা, মাটি ভরাট, শতাধিক মাইক স্থাপন, ওয়াস টাওয়ার, পুলিশ কন্ট্রোল রুম, ওজুখানা, অস্থায়ী টয়লেটসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, ঈদগাহ মাঠের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে এবং মাঠে সাদা পোশাকে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত থাকবেন। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি বড় পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলে ঈদগাহের মিনার সংস্কার এবং মাঠের পরিচর্যা কাজ সম্পন্ন করেছে। রংপুর বিভাগের আটটি জেলার মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসবেন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে দিনাজপুরের গোর–এ–শহীদ বড় ময়দান মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
এসএ