এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দ্বায়িত্বে থাকা জাকের আলী অনিক।
হংকং ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ব্যর্থতার দায় স্বীকার করেই সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লিটন দাসের চোটে নেতৃত্বের দায়িত্ব পাওয়া জাকের আলী বুধবার (১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’
এশিয়া কাপে ব্যর্থতার প্রসঙ্গে জাকের আলী যোগ করেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’