বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

প্রবাসী ভোটার নিবন্ধন ৩ লাখ ৯ হাজার ছুঁইছুঁই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল (ডাকযোগে) ভোটদানের প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত মোট ৩ লাখ ৮ হাজার ৭৭৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটদানের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ৯২ শতাংশ।

নিবন্ধিত ভোটারের সংখ্যার দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত প্রবাসীরা এগিয়ে রয়েছেন। সৌদি আরব এককভাবে সর্বোচ্চ ৮৪ হাজার ৯২০টি নিবন্ধন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এই সংখ্যা মোট নিবন্ধনের প্রায় ২৭.৫ শতাংশ।

সৌদি আরবের পরই রয়েছে কাতার, যেখানে ২৫ হাজার ৪০১ জন নিবন্ধন করেছেন। সংযুক্ত আরব আমিরাত এবং ওমান যথাক্রমে ১৯ হাজার ৯৪৫ জন ও ১২ হাজার ৭৫৪ জন নিবন্ধন করেছেন।

মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪২৩ জন, যা মোট নিবন্ধনের প্রায় ৯২.৫ শতাংশ। অন্যদিকে, নারী ভোটারের সংখ্যা মাত্র ২৩ হাজার ২৪৭ জন, যা মোট নিবন্ধনের প্রায় ৭.৫ শতাংশ।

তবে, পশ্চিমা দেশগুলিতে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ৬ হাজার ২৭ জন, যুক্তরাজ্যে ৩ হাজার ২৭৫ জন এবং কানাডায় ২ হাজার ৭৬৫ জন মহিলা ভোটার নিবন্ধন করেছেন।

অন্যদিকে, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু ছোট দেশে নিবন্ধনের সংখ্যা খুবই কম। বেশ কিছু দেশ, যেমন নাইজেরিয়া, উগান্ডা, ইথিওপিয়া, এবং ব্রাজিলএ নিবন্ধন সংখ্যা শতকের কোঠায় সীমাবদ্ধ। আবার, বহু দেশ, যেমন বসনিয়া ও হার্জেগোভিনা, বলিভিয়া এবং কিউবা থেকে কোনো নিবন্ধনই হয়নি।

নিবন্ধিত আবেদনের ক্ষেত্রে অনুমোদনের হার অত্যন্ত সন্তোষজনক। মোট আবেদনের মধ্যে ৩ লাখ ৮ হাজার ১২৭টি আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। অন্যদিকে, মাত্র ৫৪৩টি আবেদন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

এবারই প্রথমবারের মতো আইটিসাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More