প্রবাসী আয়ের চলমান নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধাক্কা লাগবে। এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা।
এই অবস্থায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি, প্রয়োজনে ঋণ করে হলেও রিজার্ভ ধরে রাখতে হবে বলে মনে করেন তারা।
চলতি বছরের সেপ্টেম্বরে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ১৩৪ দশমিক তিন ছয় কোটি ডলার। যা আগের মাসের তুলনায় শতকরা ১৬ ভাগ কম। আর গত বছরের নভেম্বরের তুলনায় ১৩ ভাগ কম।
অবৈধ পথে প্রবাসীরা বিনিময় সুবিধা বেশি পায় বলে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে, বলছেন বিশ্লেষকরা। সামনে জাতীয় নির্বাচন, এ কারণেও প্রবাসী আয়ের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে বলে মনে করেন তারা।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস প্রবাসী আয়। রিজার্ভ বৃদ্ধিতে এটি বড় ভূমিকা রাখছে।
এসএ/দীপ্ত নিউজ