বিশ্বজুড়ে গত শুক্রবার (২৭ অক্টোবর) থেকে ছবিটি মুক্তি পেলে বরাবরের মতো আমিরাতের বক্স সিনেপ্লেক্স প্রদর্শিত হয়ে আসছে। ছবিটি প্রথমদিন তেমন সাড়া না পড়লেও গত শনিবার থেকে আমিরাত প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
প্রবাসীরা কর্ম ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলে পরিবার– পরিজন,বন্ধু–বান্ধব,আত্বীয়–স্বজন,বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দদের এই ছবি দেখতে দেখা গেছে। শুধু তাই নয় এই প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম এই ছবি দেখার সুযোগ করে দিচ্ছে অভিভাবকগণ।
প্রবাসীরা নানা কাজ কর্মে দিনের বেলায় ব্যস্ত ইঁহাকেলেও বিশেষ করে সন্ধ্যার পর সাড়া জাগানো জাতির পিতা বঙ্গবন্ধু‘কে নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’বায়োগ্রাফি ছবিটি দেখতে আমিরাতের দুবাই ও শারজাহ প্রদেশে প্রবাসীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।ছবিটি দেখার পর প্রবাসীরা এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন।
গত ২৭ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর ‘মুজিব: একটি জাতির রূপকার’। ১৩ অক্টোবর সারা দেশে ১৫৩ হলে মুক্তি পাওয়ার পর এটি ভারত,সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়ার পর। ছবিটি পরিবেশন নিয়ে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল কাজ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।
উল্লেখ্য, এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।
মাহাবুব হৃদয়/ আল/ দীপ্ত সংবাদ