নির্বাচন তারিখ নির্ধারিত হলে ইসি‘র মাধ্যমেই আপনারা জানতে পারবেন। প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমেই আপনারা জানতে পারবেন। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সিইসি করা একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান সংবাদিকরা।
সাক্ষাৎ ছিল নাম মাত্র সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। আমরা বলেছি, নির্বাচন কমিশন `ফুল গিয়ারে‘ প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।’
অন্য এক প্রশ্নে সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে কমিশন।
কমিশনের প্রস্তুতি এ মুহূর্তে জাতীয় নির্বাচন কেন্দ্র করেই– এ কথা জানিয়ে নাসির উদ্দিন আরও বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, তার কমিটমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই আছে ইসি।
নিয়মানুযায়ী নির্বাচনের ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
উল্লেখ্য, গত ২৬ জুন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
এসএ